1. admin@channel21tv.com : channel21tv.com :
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:১১ অপরাহ্ন

যাত্রী বোঝাই মিনিবাস লাইটপোস্ট ধাক্কা মেরে উল্টে যায়।

রিপোর্টার কলকাতা থেকে সমরেশ রায়
  • আপডেট সময় : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ২৭০ বার পঠিত

আজ ধর্মতলা বিগ বাজারের সামনে বেলা দুটো নাগাদ যাত্রী বোঝাই মিনিবাস লাইটপোস্ট ধাক্কা মেরে উল্টে যায়…… .. পাকসারকাস 4 নম্বর ব্রিজ থেকে মাকরা পাক সার্কাস মিনিবাস অনুষ্ঠান বাড়ির 35 থেকে 40 জন যাত্রী নিয়ে বাঁকড়া যাচ্ছিলেন ঠিক ধর্মতলা বিগবাজার সম্মুখে এসি একটি লাইটপোস্টে ধাক্কা মেরে উল্টে যায়, যাত্রী নিয়ে যাওয়ার কথা ছিল বাঁকড়া একটি অনুষ্ঠানে, কিভাবে এইরকম একটা জায়গায় বাসটি উল্টে গেল এলাকার মানুষ হতভম্ব, আজ রবিবারের ছুটি বলে তেমন বড় দুর্ঘটনা ঘটেনি যদি অফিসের দিন হত অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত তবে পুলিশের অনুমান স্টিয়ারিং ফেল হওয়ার ফলেই এই ধরনের ঘটনা ঘটেছে, যাত্রীরা বাসের মধ্যে চেচামেচি করতে থাকেন এলাকার মানুষ ছুটে এসে প্রথমে তাদেরকে পেছনের দরজা কেটে বের করার চেষ্টা করেন সাথে সাথে নিউমার্কেট থানার অফিসার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশ বাহিনী নিয়ে এবং সি সি ইএস সির অফিসার থেকে শুরু করে p.w.d., ফায়ার বিগেড এবং অ্যাম্বুলেন্স সহ ঘটনাস্থলে এসে পৌঁছায়, একসাথে সবাই উদ্ধারের কাজে নামে, 6 জন গুরুতর আহত, তারমধ্যে চারটে ছোট ছোট শিশু চোট পেয়েছে, দুই জনের মাথা ফেটে গেছে এবং দুজনের হাত ভেঙে গেছে ,আর যে সকল যাত্রী ভেতরে ছিলেন তাদের বেশির ভাগই কিছু-না-কিছু চোট পেয়েছেন অল্প সামান্য, গুরুতর আহতদের কলকাতা পুলিশের অ্যাম্বুলেন্সে করে পিজি ও মেডিকেল কলেজে ভর্তি করা হয়, যাত্রীদের কাছে জানা যায় তারা একটি অনুষ্ঠান বাড়িতে যাচ্ছিলেন বাঁকড়া, কিন্তু এই ধরনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, ড্রাইভার খালাসী পলাতক, খবর পাওয়ার সাথে সাথে এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে দৌড়ে আসেন এবং তাদের আত্মীয়-স্বজনদের খোঁজ করেন, কিছুক্ষণের মধ্যে গাড়িটিকে ক্রেন এর সাহায্যে টেনে থানায় নিয়ে যাওয়া হয় এবং রাস্তার যানজট পরিষ্কার করে দেন । রিপোর্টার কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
  • © All rights reserved © 2022 Channel21tv.Com
Design & Development By Hostitbd.Com