1. admin@channel21tv.com : channel21tv.com :
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৬:৪৪ অপরাহ্ন

মোহনগঞ্জে দু’গ্রামবাসীর সংঘর্ষে আহত-১০

রিপন কান্তি গুণ, বারহাট্টা উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ২১৫ বার পঠিত

নেত্রকোণা জেলাধীন মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়নের বড়ান্তন দাসপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে গত শুক্রবার সন্ধ্যায়  গ্রামবাসীর দু’দলের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তমাল মিয়া (২০), শহীদ মিয়া (৩৫), আবদুল খালেক (৫৫), সোহাগ হোসেন (৪০) ও শাহীন মিয়াকে (৩৭) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সুজন মিয়াকে (২৬) মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকী আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার মোহনগঞ্জের গাগলাজুর ইউনিয়নের বড়ান্তর দাসপাড়া গ্রামের অনু মিয়ার ছেলে শহীদ মিয়ার সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের মৃত মুক্তুল হোসেনের ছেলে সোহাগ হোসেনের জলমহালসহ বিভিন্ন বিষয় নিয়ে গ্রাম্য বিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়। স্থানীয়রা এর মধ্যে গুরুতর আহত ৬জনকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

৫ জনের অবস্থার অবনতি হলে রাতেই কর্তব্যরত চিকিৎসক ঐ

৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ ঘটনায় এলাকায় দুই পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মোহনগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত মো. রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দু’দল গ্রামবাসীর মধ্যে দ্বন্ধের জেরে সঘর্ষ হয়েছে। এ ঘটনায় এক পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে। তবে এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
  • © All rights reserved © 2022 Channel21tv.Com
Design & Development By Hostitbd.Com