দেশব্যাপী হঠাৎ করে আবারো করোনা সংক্রমণ যে ভাবে বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে জন সচেতনতাই একমাত্র সমাধান। অপ্রয়োজনে বাড়ীর বাহিরে হবেন না। বিশেষ কোন প্রয়োজনে বাড়ীর বাহিরে গেলেও অবশ্যই জনসচেতনতা মেনে মাস্ক ব্যবহার করবেন। মনে রাখতে হবে করোনা শুধু একজন মানুষের শত্রু নয় সমাজ, দেশ ও বিশ্বের শত্রু। এই অদৃশ্য শত্রুর সাথে মোকাবেলা করতে হলে আমাদের সকলের প্রয়োজন জনসচেতনা মেনে চলা। সেই সাথে বিরামপুর পৌরবাসীকে মাস্ক পড়িধান করার সর্বোচ্চ সর্তকতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আককাস আলী। বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) দুপুরে পৌর মেয়রের অধ্যক্ষ আককাস আলীর সাথে কথা বললে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমি নির্বাচিত হওয়ার পর আমার পৌরবাসীকে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরালস ভাবে কাজ করছি। পৌর পরিষদে কেউ কোন জরুরী কাজে এসে ঘুরে যাবে এটা কখনো সহ্য করবো না। যেহেতু পৌরবাসী তাদের মুল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন আমি তাদের জন্য নিজেকে সর্বদা নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ্। এদিকে পৌর নাগরিকের সাথে কথা হলে তিনি জানান, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী আমাদের জন্য যেভাবে নিরালস ভাবে দিনরাত সমান তালে কাজ করছেন তাতে আমরা তার প্রতি অনেক কৃতজ্ঞ। তিনি পৌর এলাকার সকল রাস্তা-ঘাট, ড্রেণ-কালভাট, ডাস্টবিন নির্মাণ, রাস্তার উপর সোলার ও ইলেক্ট্রিক বাতিসহ এক কথায় বিরামপুর পৌর শহর এখন উন্নয়নের রোল মডেলের পথে।
নয়ন হাসান
বিরামপুর,দিনাজপুর(প্রতিনিধি)
০১৭২১৫৬৭৯৪২।
২৭.০১.২০২২ইং।
Leave a Reply