বিরামপুর থানা ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে হেলমেট না পরায় ট্রাফিক আইন অমান্য কারায় মোটরসাইকেল আটক ও মামলা দায়ের করেছে ট্রাফিক পুলিশ।
সোমবার (২৪ জানুয়ারি) সকাল উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় হেলমেট না পরায় ট্রাফিক আইন অমান্য কারীদের জরিমানা করা হয়।
এবারের অভিযানটি ভিন্ন সড়ক পথে দুর্ঘটনার হার কমাতে হেলমেটের না পরায় বিরামপুর উপজেলার বিভিন্ন এলাকার মোটরসাইকেল আটক করে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ (১) ধারায় হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে মামলা ও জরিমানা করা হয়।
এসময় অভিযান পরিচালনা করেন দিনাজপুর জেলার ট্রাফিক ইন্সপেক্টর শহিদুর রহমান ও সার্জেন্ট তৌহিদুর রহমান।
দিনাজপুর থেকে আগত ট্রাফিক ইন্সপেক্টর শহিদুর রহমান বলেন, সবার আগে নিজের নিরাপত্তা, হেলমেট বিহীন কেহই যেন মোটরসাইকেল নিয়ে বের না হয়, কারণ এই মোটরসাইকেল গুলো দুর্ঘটনায় স্বীকার হয় বেশী, যারা জন্য হিলমেট বিহীন রাস্তায় আসছে তাদের জরিমানা করছি ও ট্রাফিক আইন অমান্য করায় ২৮ জনের নামে মামলা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
নয়ন হাসান।
বিরামপুর,দিনাজপুর(প্রতিনিধি)
০১৭২১৫৬৭৯৪২।
২৪.০১.২০২২ইং।
Leave a Reply