1. admin@channel21tv.com : channel21tv.com :
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন

নেতাজি সুভাষচন্দ্র বসু জন্ম দিবস উপলক্ষে একটি এক বগি ট্রামের শুভ সূচনা করলেন।

রিপোর্টার কলকাতা থেকে সমরেশ রায়
  • আপডেট সময় : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ২৪২ বার পঠিত

গরিহাট ট্রাম ডিপো থেকে এই টার্মটি শুভ সূচনা করা হলো শুভ সূচনা করলেন কামারহাটির বিধায়ক ও পরিবহন দপ্তর আই এন টি ইউ সি চেয়ারম্যান মাননীয় মদন মিত্র মহাশয় এবং উপস্থিত ছিলেন মন্ত্রী স্বর্ণ কমল সাহা মহাশয় ও তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ, কলকাতার ঐতিহ্য এই ট্রাম্ , সাধারণমানুষ এখনো সবচাইতে নিম্ন ভাড়ায় চড়তে পারেন এই ট্রামে, বিভিন্ন দেশ থেকে যখন দর্শনার্থীরা কলকাতায় আছি বেড়াতে প্রত্যেকেই একবার করে এটা মেনে চলার সুযোগ খোঁজে, আগে ছিল দুটি বগি এখন সমস্ত সম্বন্ধে কয়েকটি নির্দিষ্ট রাস্তায় চলার ব্যবস্থা সরকার রেখেছ , কিন্তু ট্রাম গুলির বেশিরভাগই এক বগি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে টাংকিতে সাজানো হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিসহ বিভিন্ন মনিষীদের মূর্তি দিয়ে সাজানো এই ট্রাম টি, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নেতাজি সুভাষ, বিদ্যাসাগর, ক্ষুদিরাম সবাই স্থান পেয়েছে, এই ট্রামটি গরিয়াহাট ট্রাম ডিপো থেকে ধর্মতলা হয়ে, শ্যামবাজারে গিয়ে শেষ হবে চলার পথ,। রিপোর্টার শম্পা দাস ও সমরেশ রায়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
  • © All rights reserved © 2022 Channel21tv.Com
Design & Development By Hostitbd.Com