আজ (২০ জানুয়ারি/২০২২) নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বাংলার শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব, মাইনুল হক ও সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব, এসে এম মাজহারুল ইসলাম।শীতবস্ত্র বিতরণকালে উপজেলা চেয়ারম্যান জনাব, মাইনুল হক বলেন, বাংলার শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা বাঙালী জাতিকে যা উপহার দিয়েছেন, তার বিনিময়ে আমাদের দেয়ার কিছু নেই। তবুও উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাংলার বীর সন্তানদের জন্য সামান্য আয়োজন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জনাব এসে এম মাজহারুল ইসলাম তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের সাথে আজ মিলিত হতে পেরে, নিজেকে ধন্য মনে করছি এবং উনাদের অনুপ্রেরণায় দেশ ও জাতির জন্য কাজ করে যাব ইনশাল্লাহ।
এসময়, সাবেক কমান্ডার শাহ মোঃ আব্দুল কাদের, সাবেক ডেপুটি কমান্ডার আশরাফ আলী, বীর মুক্তিযোদ্ধা অব: ডিএডি মোঃ নুর উদ্দিন সহ সকল বীর মুক্তিযোদ্ধাগণ,
এবং মৃত বীর মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীরা উপস্থিত ছিলেন ।
রিপন কান্তি গুণ
নেত্রকোনা, বারহাট্টা প্রতিনিধি ।
মোবাইল : 01723-632594
Leave a Reply