শেরপুরে জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ই জানুয়ারি রবিবার দুপুর ১২ টায় শেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ, শেরপুরের ডিসেম্বর/২০২১ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, গত মাসে রুজুকৃত মামলাসমূহ কেইস টু কেইস বিশ্লেষণ, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি ও জেলার গোয়েন্দা কার্যক্রম সহ নিচ্ছিদ্র নিরাপত্তা জোরদার, সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহারের বিষয় সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। মামলা তদন্তের মান বৃদ্ধি করাসহ তদন্তের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণের লক্ষ্যে পুলিশ সুপার সকল সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপারগণ এবং সহকারী পুলিশ সুপারসহ অফিসার ইনচার্জগণ ও পুলিশ পরিদর্শক (তদন্ত)’গণ এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তাগণকে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
সভা শেষে পর্যায়ে ডিসেম্বর/২০২১ খ্রিঃ মাসের বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সুপার, শেরপুর মহোদয় পুলিশ অফিসারদের হাতে সনদ ও অর্থ পুরস্কার তুলে দেন।
শ্রেষ্ঠ গ্রেফতারী পরোয়ানা তামিলকারী অফিসার হিসেবে এসআই (নিরস্ত্র) আব্দুল ওয়ারেস, শ্রীবরদী থানা, শেরপুর এবং এএসআই (নিরস্ত্র) ফরহাদ আল মামুন, শেরপুর সদর থানা, শেরপুর। সাজা তামিলকারী অফিসার (বডি তামিল) এসআই (নিরস্ত্র) ফরিদ উদ্দিন, ঝিনাইগাতী থানা, শেরপুর এবং এএসআই (নিরস্ত্র) মাহবুবর রহমান, শেরপুর সদর থানা। মামলার বেস্ট তদন্তকারী অফিসার এসআই (নিরস্ত্র) খোকন চন্দ্র সরকার, শেরপুর সদর থানা, শেরপুর।
Leave a Reply