বুকের তাজা রক্ত দিয়ে যে নামটি লিখেছি
তুমি আমাদের সেই স্বাধীনতা।
লক্ষ শহীদের মৃত্যুতে সৃতি হয়ে আছে যে কথা
তুমি আমাদের সেই স্বাধীনতা।
ত্রিশ লক্ষ প্রানের বিনিময়ে পেয়েছি যে কথা
তুমি আমাদের সেই স্বাধীনতা।
যে মনে করিয়ে দেয় শেখ মুজিবের কথা
তুমি আমাদের সেই স্বাধীনতা।
যে মনে করিয়ে দেয় একাত্তর এর কথা
তুমি আমাদের সেই স্বাধীনতা।
যে মনে করিয়ে দেয় সম্ভ্রম হারানোর কথা
তুমি আমাদের সেই স্বাধীনতা।
কত মায়ের বুক খালি হয়ে চলে গিয়েছে যে কথা
তুমি আমাদের সেই স্বাধীনতা।
শত বোনের অশ্রু দিয়ে লেখা যে কথা
তুমি আমাদের সেই স্বাধীনতা।
গন মানুষের রক্তে আঁকা যে লাল সবুজের পতাকা
তুমি আমাদের সেই স্বাধীনতা।
ভাই বোনের আদর মাখা,মায়ের বুকের ভালোবাসা
তুমি আমাদের সেই স্বাধীনতা।
লক্ষ লক্ষ মুক্তিকামী সন্তানের রক্তে যে লেখা
তুমি আমাদের সেই স্বাধীনতা।
Leave a Reply