1. admin@channel21tv.com : channel21tv.com :
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:০৬ পূর্বাহ্ন

৬০ লাখ নয়, শাকিব অভিনীত ‘গলুই’ এর বাজেট প্রায় ২ কোটি টাকা। আর শাকিব খানের পারিশ্রমিক ৪০ লাখ টাকা

মনোয়ার হোসেন নাহিদ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৪৫৯ বার পঠিত

শাকিব খানের সিনেমা মানেই বড় বাজেটের বিশাল আয়োজন! সে কারণে সাধারণ দর্শক থেকে শুরু করে সিনেমা হল মালিক, বুকিং এজেন্ট প্রত্যেকেই অপেক্ষায় থাকেন এ নায়কের সিনেমার জন্য।

সংশ্লিষ্টদের মতে, নিয়মিত দর্শকরা যেমন সিনেমা চান শাকিব তেমন আয়োজনের সিনেমা করেন। এ কারণেই শাকিবের বাজার কাটতি সবচেয়ে বেশী!

গত দেড় দশকে তিনি নিজেকে বারবার প্রমাণ করে বিনিয়োগকারীদের নির্ভরতা অর্জন করেছেন।

বর্তমানে এই শীর্ষ তারকা ব্যস্ত সরকারি অনুদান পাওয়া সিনেমা ‘গলুই’ নিয়ে। যার শুটিং চলছে জামালপুরে। ৬০ লাখ টাকা অনুদান পাওয়া এই সিনেমায় চুক্তির পর থেকেই গুঞ্জন উঠেছে, শাকিব খানের সিনেমার বাজেট কমে গেছে! কমিয়েছেন নিজের পারিশ্রমিকও! না হলে তিনি কেন সরকারি অনুদানের সিনেমায়?

আসলেই কি তাই? সিনেমাটির প্রযোজক খোরশেদ আলম খসরু গণমাধ্যমে জানিয়েছেন, তার প্রযোজনায় অনুদানের এই সিনেমায় শাকিব খান পারিশ্রমিক নিচ্ছেন ৪০ লাখ টাকা।

শাকিব খানের সিনেমা মানেই বড় বাজেটের বিশাল আয়োজন! সে কারণে সাধারণ দর্শক থেকে শুরু করে সিনেমা হল মালিক, বুকিং এজেন্ট প্রত্যেকেই অপেক্ষায় থাকেন এ নায়কের সিনেমার জন্য।

সংশ্লিষ্টদের মতে, নিয়মিত দর্শকরা যেমন সিনেমা চান শাকিব তেমন আয়োজনের সিনেমা করেন। এ কারণেই শাকিবের বাজার কাটতি সবচেয়ে বেশি।

গত দেড় দশকে তিনি নিজেকে বারবার প্রমাণ করে বিনিয়োগকারীদের নির্ভরতা অর্জন করেছেন।

বর্তমানে এই শীর্ষ তারকা ব্যস্ত সরকারি অনুদান পাওয়া সিনেমা ‘গলুই’ নিয়ে। যার শুটিং চলছে জামালপুরে। ৬০ লাখ টাকা অনুদান পাওয়া এই সিনেমায় চুক্তির পর থেকেই গুঞ্জন উঠেছে, শাকিব খানের সিনেমার বাজেট কমে গেছে! কমিয়েছেন নিজের পারিশ্রমিকও! না হলে তিনি কেন সরকারি অনুদানের সিনেমায়?

আসলেই কি তাই? সিনেমাটির প্রযোজক খোরশেদ আলম খসরু গণমাধ্যমে জানিয়েছেন, তার প্রযোজনায় অনুদানের এই সিনেমায় শাকিব খান পারিশ্রমিক নিচ্ছেন ৪০ লাখ টাকা!

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এতে করে অনেকেই ধরে নিয়েছেন, অনুদান পাওয়া ৬০ লাখের মধ্যে ৪০ লাখ যদি শাকিব খান একাই নেন তবে বাকি ২০ লাখে সিনেমার শুটিং কীভাবে হচ্ছে? সিনেমার বাজেট নিয়ে এমন বিভ্রান্তি নিয়ে পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু।

চ্যানেল আই অনলাইনকে খোরশেদ আলম খসরু বলেন, অনুদান পেয়েছি ৬০ লাখ টাকা এর মানে এই নয় যে এই টাকার মধ্যেই সিনেমা শেষ হয়ে যাবে! শাকিব বাংলাদেশের সবচেয়ে বড় ফিল্মস্টার, তাকে নিয়ে ৬০ লাখ টাকায় সিনেমা নির্মাণ কি সম্ভব? শুটিং করতে গিয়ে মনে হচ্ছে সিনেমাটি শেষ করতে বাজেট দাঁড়াবে দুই কোটির কাছাকাছি। অনুদানটাকে আমরা দেখছি সরকারের বাড়তি সহায়তা হিসেবে।

তিনি বলেন, ‘গলুই’ যে আয়োজনের সিনেমা এতে কোনোভাবেই কম বাজেটে শেষ করা সম্ভব নয়। অনুদানের জন্য যখন চিত্রনাট্যসহ আবেদন করেছিলাম সেখানে সম্ভব্য বাজেট দেয়া ছিল দেড় কোটির উপরে। কিন্তু শুটিং ঠিকভাবে করতে গিয়ে বুঝলাম আরও বাজেট লাগবে। ধরে নিয়েছি ‘গলুই’র বাজেট দুই কোটির কাছাকাছি যাবে।

তিনি বলেন, প্রতিদিন ইউনিটে কয়েকশত মানুষ  কাজ করছে। ইতোমধ্যে ফেসবুক, ইউটিউবে সবাই দেখেছেন কেমন আয়োজনের সিনেমা করছি। কেউ যদি মনে করে ৬০ লাখের মধ্যেই সিনেমা শেষ হবে সেটি পুরোপুরি ভুল। বাকিটা পর্দায় শাকিবের উপস্থিতি বলে দেবে ‘গলুই’র আয়োজন কেমন।

‘গলুই’ এর এর অন্যতম আকর্ষণ নৌকাবাইচ। সঙ্গে থাকছে পিরিয়ডিক্যাল এক রোমান্টিক গল্প। গেল সপ্তাহে শাকিব খান শুটিংয়ে যোগ দিয়েছেন। প্রথমদিনেই শুটিংয়ে প্রকাশিত তার লুক প্রকাশের পর ব্যাপকভাবে প্রশংসা অর্জন করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এস এ হক অলিকের পরিচালনায় ‘গলুই’ সিনেমায় শাকিবের নায়িকা পূজা চেরী। আরও অভিনয় করছেন আজিজুল হাকিম, সমু চৌধুরী, ঝুনা চৌধুরী প্রমুখ।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
  • © All rights reserved © 2022 Channel21tv.Com
Design & Development By Hostitbd.Com