নেত্রকোনায় সদ্য ঘোষিত জেলা মহিলা দলের কমিটি বাতিল করে পুনরায় নতুন কমিটি অনুমোদনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মহিলা দলের একাংশের কর্মীরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নেত্রকোনা জেলা কমিটি বিলুপ্তি ঘোষণার দাবিতে, আজ (১১ জানুয়ারী) মঙ্গলবার সকাল ১০ টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলা কমিটির- আহবায়ক ও সদস্য সচিবের পোষ্য পুত্তলিকা দাহ করেছে বিক্ষুব্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল।
উল্লেখ্য যে, গত ৮ জানুয়ারি কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অ্যাডভোকেট কানিজ ফাতেমা পলমলকে সভাপতি ও হাফিজা আক্তারকে সম্পাদক করে ৮২ সদস্য বিশিষ্ট নেত্রকোনা জেলা কমিটি অনুমোদন হয়।
বিক্ষোভ সমাবেশে সাদিয়া রহমান, রেহেনা তালুকদার, পারভীন আক্তার, হাজেরা বেগম ও মাহমুদা বেগম বক্তব্য রাখেন।
বক্তাগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিনা রহমান এর নিকট কমিঠি বিলুপ্ত করার দাবি জানান।
বিক্ষোভ সমাবেশের পরে বিক্ষুব্ধরা নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক ডা. আনোয়ারুল হক, সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী ও মহিলা দলের নবগঠিত কমিটির সভাপতি কানিজ ফাতেমা পলমলের কুশপত্তলিকা দাহ করেন।
Leave a Reply