ধৃতরা সম্পর্কে বাবা ও ছেলে বলে জানা গেছে ,এদের বাড়ী বর্ধমানে, গোপন সূত্রে খবর পেয়ে এসটি এফের একটি দল হাওড়া স্টেশন থেকে এদের ধরে, এরপর এদের বর্ধমানের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১৩ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে, যার মূল্য প্রায় ১৮ কোটি টাকার উপর,
এদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ধৃত বাবা বাবর মন্ডল ও ছেলে রাহুল মন্ডল কে গ্রেপ্তারের পর আজ হাওড়া আদালতে তোলা হয় , এরা কোথায় হেরোইন পাচার করছিল, এবং এদের সঙ্গে কোন আন্তর্জাতিক বা কোন আন্তর্দেশীয় হেরোইন পাচার চক্রের সঙ্গে যোগাযোগ আছে কিনা ,তদন্ত করে দেখছে পুলিশ,। রিপোর্টার কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়
Leave a Reply