একদল প্রতারক চক্র বিভিন্ন নামী-দামী পত্রিকার নাম ব্যবহার করে আইডি খুলে, মিডিয়ার সাথে যারা যুক্ত হতে চায়- তাদের প্রতারণার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছে ।
এই প্রতারণার শিকার হচ্ছে অনলাইন অথবা প্রিন্ট পত্রিকাতে লেখালেখি করার মানসিকতা সম্পন্ন নবপ্রজন্মের তরুণ’রা।
” দৈনিক আমাদের সময়” পত্রিকার নামে পেইজ খুলে, সম্পাদক (মোঃ গোলাম সারোয়ার) প্রকাশক (এস এম বকস কল্লোল) এবং প্রধান কার্যালয়ের এর নাম সব ঠিক রেখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে- যাতে লিখা “দৈনিক আমাদের সময়” পত্রিকায় সাংবাদিক (পুরুষ/মহিলা) নিয়োগ দেওয়া হবে। (বেতন জেলা প্রতিনিধির – ১২৫০০ টাকা এবং উপজেলার জন্য – ৭৫০০টাকা) একটি ক্যামেরা দেওয়া হবে যার টাকা, মাসে মাসে বেতন থেকে কেটে নেয়া হবে এবং অন্যান্য সুযোগ সুবিধার কথাও জানায় ।
আগ্রহী প্রার্থীদের দুইটি ইমেইল আইডিতে এবং নিচের ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়।
১. (dailyamadersomoycv@gmail.com – পূর্ণ জীবনবৃত্তান্ত এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজ পাঠাতে)
২. dailyamadersomoynews@gmail.com – নিউজ পাঠাতে।
** ফোন নম্বরটি হলো- 017 1554 6312 (বিকাশ)
এই ফাঁদে পা দেয় বারহাট্টা, নেত্রকোনার কয়েকজন তরুণ। প্রথমে প্রতারক তাদের সাথে মেসেঞ্জার চ্যাটিং এ অনেক মিষ্টি মিষ্টি SMS পাঠিয়ে, তাদের লোভ দেখিয়ে আগ্রহী করে তোলে। সে, নিজেকে উপদেষ্টা সম্পাদক পরিচয় দেয়, নাম জিজ্ঞেস করলে বলে গোলাম সারওয়ার।
পরে তাদের বলে, আইডি কার্ড ও নিয়োগপত্রের জন্য ৭০০ ও অন্যান্য কাজের জন্য ৩০০ মোট ১,০০০ বিকাশ করতে । বলে, যারা কার্ড ও নিয়োগপত্র নিতে আগ্রহী তারা ৭০০ টাকা এখনি বিকাশ করেন, কার্ডের কাজ শুরু করে দিব, যত তাড়াতাড়ি টাকা বিকাশ করবেন ততো তাড়াতাড়ি কার্ড ও নিয়োগপত্র পাবেন।
এ ফাঁদে পড়ে অনেকেই বিকাশে টাকা পাঠিয়ে দেয়। প্রতারক টাকা পেয়ে, বলে আরো ৫০০ পাঠাতে হবে নইলে কার্ড হবে না।
আজ (৯ জানুয়ারি) রবিবার বিষয়টি প্রতারণার শিকার অনেকেই এ ব্যাপারে আমাকে জানায় ।
আমি সব জানিয়ে, ” দৈনিক আমাদের সময়” পত্রিকায় ইমেইল পাঠাই, কিন্তু কোন রিপ্লাই পাই নাই।
তাই, পত্রিকায় লেখালেখি করার আগ্রহী সকলের দৃষ্টি আকর্ষণ করছি, সবাই সঠিক তথ্য জেনে, যাচাই-বাছাই লেনদেন করবেন।
রিপন কান্তি গুণ
নেত্রকোনা, বারহাট্টা প্রতিনিধি
মোবাইল : 01723-632594
Leave a Reply