“মানুষ মানুষের পাশে, ধনী-গরীব থাকবো মিলেমিশে” এ শ্লোগানে নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ধলামূল গাও ইউনিয়নের বৈশাখী গ্রন্থাগার বাদেবিন্নার উদ্যোগে শীতার্ত দুঃস্থ, নিঃস্ব মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
শুক্রবার (৭ জানুয়ারি) গ্রন্থাগারের সভাপতি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মোঃ আনোয়ার হোসেন এর পক্ষ থেকে অর্ধশতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, শালথী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ রানা, উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুজ্জামান, বৈশাখী গ্রন্থাগারের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সদস্য রুহুল আমিন, সাদেক আহমেদ, সানোয়ার হোসেন রবিন, এনামুল, বাকীবিল্লাসহ আরও অনেকে ।
কৃষিবিদ ড. মোঃ আনোয়ার হোসেন শীতার্ত, গরীব, দুঃখী মানুষদের উদ্দেশ্যে তার দেয়া বার্তায় বলেন, গরীব-দুঃখী’রা শীতে কষ্ট করবে আর আমরা দামী কম্বল, লেপের নিচে ঘুমাবো তা হয় না। তাই আমি নিজের বিবেকের তাড়নায় এ উদ্যোগ গ্রহণ করেছি। আমাকে এ মহান কাজে যারা সহয়তা করেছেন, তাদের আমি ধন্যবাদ জানাই।
Leave a Reply