1. admin@channel21tv.com : channel21tv.com :
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:১৬ অপরাহ্ন

নেত্রকোনায় “পথশিশু সেবা ফাউন্ডেশন” রিক্সাচালকের স্ত্রী এবং শিশুর চিকিৎসার দায়িত্ব নিল।

রিপন কান্তি গুণ, বারহাট্টা উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ১৮৭ বার পঠিত

পৃথিবীতে যে, মানুষের মহানুভবতা এখনও জাগ্রত আছে, “পথশিশু সেবা ফাউন্ডেশন” তার বাস্তব প্রমাণ।

নেত্রকোণা জেলা শহরের সাতপাই এলাকার বাসিন্দা ওয়াহেদ মিয়া পেশায় নিতান্ত গরীব একজন রিকশাচালক।

সম্প্রতি তার স্ত্রী একটি কন্যা সন্তান জন্ম দেন কিন্তু টাকার অভাবে তার চিকিৎসা ঠিকমতো করাতে পারছিল না। সারাদিন রিক্সা চালিয়ে যা, রোজগার হয় তা গ্যারেজ মালিককে ভাড়া দিয়ে এবং খাবার যোগাড় করতেই সব শেষ হয়ে যায়, কিন্তু স্ত্রী ও বাচ্চার ঔষধ কেনার মত টাকা যোগাড় করতে হিমশিম খাচ্ছিল, ওয়াহেদ মিয়া।

বিষয়টি “পথশিশু সেবা ফাউন্ডেশন” এর কার্যনিবাহী সদস্য সাওদা চুমকির নজরে আসলে, তিনি সাথে সাথে সংগঠনটির সভাপতি খায়রুল ইসলাম এর সাথে যোগাযোগ করেন। সভাপতি মহোদয়  খবর পেয়ে সংগঠন এর কয়েকজন সদস্যকে নিয়ে হাসপাতালে হাজির হন ও খোঁজ খবর নেয়া সহ আর্থিক অনুদান প্রদান করেন।

অনুদানের পাশাপাশি “পথশিশু সেবা ফাউন্ডেশন” ভবিষ্যতে তাদের চিকিৎসার ব্যাপারে আশস্ত করেন।

এছাড়াও সংগঠনটির অন্যতম প্রধান সদস্য জুলেকা আকন্দ ঝুমা বাচ্ছাটির জন্য নতুন জামা ও নগদ অর্থ প্রদান এবং বাচ্ছাটির ভবিষ্যতে পড়াশোনার দায়িত্ব নেওয়া সহ যাবতীয় চিকিৎসার ব্যাপারে আশস্ত করেন।

এ সময় অন্যান্যদের মত উপস্থিত ছিলেন সংগঠনটির অর্থ সম্পাদক শরীফ আল হাসান, মাজেদুল হক, মোকাদ্দেস মিয়া ও রাতুল।

এ সময় সংগঠনটির সভাপতি খায়রুল ইসলাম বলেন, ওয়াহেদ ভাইয়ের মত এমন আরো অনেকেই এ পরিস্থিতিতে রয়েছে  যাদের  পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব, সবাই নিজ নিজ অবস্থান  থেকে দায়িত্ব পালন করলে সমাজ থেকে কিছুটা হলেও কষ্ট লাঘব করা সহজ হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
  • © All rights reserved © 2022 Channel21tv.Com
Design & Development By Hostitbd.Com