সরকারি তরফ থেকে এবং প্রশাসনের তরফ থেকে সতর্কবার্তা জনসাধারণের জন্য, রাস্তার মোড়ে মোড়ে প্রশাসনের সতর্কতাঃ মাইকিং থেকে শুরু করে ট্যাবলো, এমনকি মানুষকে মাক্স পড়ে যেতে না দেখলেই তাদেরকে ধরে বোঝানোর চেষ্টা করছেন, রাস্তার মোড়ে মোড়ে এবং বিভিন্ন মার্কেটে প্রশাসন গিয়ে দেখছেন এবং যদি কেউ প্রশাসনের কথা না মানে বারবার বলা সত্ত্বেও, তাদেরকে ধরে ফাইন পর্যন্ত করতে বাধ্য হচ্ছেন, তবুও মানুষ পুরোপুরিভাবে সতর্ক নয় ,তারি চিত্র আমাদের ক্যামেরায় ধরা পরল ,তবে আগের তুলনায় অনেকেই সতর্ক হয়েছেন এবং তারা বুঝতে পারছেন যে নিজেদের সতর্ক থাকা উচিত, যারা সতর্কতা মানছেন না ব মাক্স পড়ে চেন্না বাধ্য হচ্ছেন প্রশাসন তাদেরকে ধরে আটকে রাখতে, এবং তাদের কাছে ফাইন করতে, প্রশাসনের তরফ থেকে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছেন মাইকিং এর মাধ্যমে এবং মুখে মুখে বলে, করোনা দিনের পর দিন বেড়েই চলেছে ,তাই প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন , আর একটা জিনিস জনসাধারনের লক্ষ্য করা যায় মাক্স পড়ছেন ,কিন্তু জায়গামতো পড়ছেন না, বেশিরভাগ মানুষ মাক্স ব্যবহার করলেও তারা মুখের নিচে মাক্স লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন ,প্রশাসন তাদের দিকেও সতর্ক দৃষ্টি রেখেছেন । রিপোর্টার কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়
Leave a Reply