যানজট নেত্রকোনা শহরের একটি একটি নিত্যদিনের ঘটনা। যার ফলে অফিসগামী, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী এবং সাধারণ জনগণ অতিষ্ঠ। তাই, নেত্রকোণা শহরকে যানজট মুক্ত শহর গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে ট্রাফিক পুলিশের পাশাপাশি কাজ করবে কমিউনিটি ট্রাফিক পুলিশ। তীব্র যানজট যেন না হয় সেই লক্ষ্যে এটিকে প্রজেক্ট আকারে চালু করেছে নেত্রকোনা জেলা ট্রাফিক পুলিশ।আজ (২রা জানুয়ারি) সকাল ১০ টায় নেত্রকোনা মডেল থানা মোড়ে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
নেত্রকোনা জেলা পুলিশ সুপার জনাব, আকবর আলী মুনসী’র দিক নির্দেশনায় নেত্রকোণা জেলার ট্রাফিক ইনচার্জ, মোহাম্মদ সালাহউদ্দিন কাজল এর নেতৃত্বে ১০ জন পেশাজীবি মানুষদের দিয়ে “কমিউনিটি পুলিশিং” এর আওতায় নেত্রকোনার থানার মোড়ে এ প্রকল্প চালু হয়।
নেত্রকোনার ট্রাফিক ইনচার্জ মোহাম্মদ সালাহউদ্দিন কাজল বলেন, ১০ জন পেশাজীবী সেচ্ছাসেবী, যখনই যানজট থাকবে তখনি কাজ করবে, কমিউনিটি ট্রাফিক পুলিশ এর আওতায়। তাদের দায়িত্ব পালনের সুবিধার্তে রিফ্লেক্টিং ভেস্ট, সিগন্যাল লাইট ও বাঁশি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নেত্রকোনা মডেল থানার অফিসার্স ইনচার্জ, খন্দকার শাকের আহমেদ, টিআই হাসান আলী ও টিআই মুহাম্মদ জহিরুল ইসলাম, সার্জেন্ট মমিনুল ইসলাম ও অন্যান্য পুলিশ সদস্য।
Leave a Reply