আজ (১লা জানুয়ারি) শনিবার সকাল (১০:০০) ঘটিকায় নেত্রকোনা সদরের, সাতপাই নেত্রকোণা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব-২০২২ উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব, কাজি মোঃ আবদুর রহমান।
এ সময় বই বিতরণে অংশ নেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার আকবর আলী মুনসী, অতিরিক্ত জেলা প্রশাসক সুহেল মাহমুদ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল গফুর, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ, প্রধান শিক্ষক মমতাজ প্রমূখ।পরে জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান ও পুলিশ সুপার আকবর আলী মুনসী শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও আদর্শ শিশু বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, প্রাথমিকের বরাদ্দের ৯২ শতাংশ এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, মাধ্যমিকে বরাদ্দের ৭৫ শতাংশ বই জেলায় এসে পৌঁছেছে। আগামী ১৩ জানুয়ারির মধ্যে সকল শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেয়া হবে ।
নেত্রকোণায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সরকারি বই বিতরণ শুরু হয়েছে।
জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মোট ৫ লাখ ৬৭ হাজার ৭২৪ শিক্ষার্থীর মাঝে ৪৬ লখ ৮৪ হাজার ৮২৪ বই বিতরণ করা হবে।
Leave a Reply