খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ কায়কোবাদ হোসেন প্রকল্প সমন্বয়কারী ইউএসএস ফুলবাড়ী,
মোঃ আব্দুর রউফ রিফ্লেক্টর ট্রেইনার ইউএসএস ফুলবাড়ী, বিমল চন্দ্র মন্ডল চাইল্ড স্পন্সরশীল ইউএসএস ফুলবাড়ী,এমদাদুল হক সহকারী শিক্ষক।
সামসুজ্জামান জামান মিয়া সহকারি শিক্ষক বড়ভিটা উচ্চ বিদ্যালয়,মিজানুর রহমান সহকারী শিক্ষক বড়লই দাখিল মাদ্রাসা, উপজেলা যুব হাফ নেটওয়ার্কের সদস্য বিন্দ প্রমূখ।
খেলায় দুটি দল অংশগ্রহণ করে বড়ভিটা বালিকা ফুটবল দল এবং শিমুলবাড়ি বালিকা ফুটবল দল নির্ধারিত সময়ে ফলা ফল না আসায় ট্রাইবেকারে বড়ভিটা বালিকা ফুটবল দল শিমুলবাড়ী বালিকা ফুটবল দলকে পরাজিত করে।
মাঠের চারদিকে উৎসবমুখর ফুটবল প্রেমি দর্শক উপভোগ করেন।
Leave a Reply