1. admin@channel21tv.com : channel21tv.com :
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন

নওগাঁয় পারিবারিক সবজি বাগান স্থাপন প্রকল্পের আওতায় বিনা মূল্যে বিভিন্ন শাকসবজি বীজ ও সার বিতরণ।

একেএম কামাল উদ্দিন টগর নওগাঁ, জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৪২২ বার পঠিত

নওগাঁয় পারিবারিক সবজি পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় প্রদর্শনী প্লটভূক্ত কৃষকদের মধ্যে বিনামূল্যে সার,বীজ এবং বিভিন্ন উপকরন বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারো টায় কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ি চত্বরে এসব বীজ,সার কৃষকদের মাঝে বিতরণ করেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ- পরিচালক কৃষিবিদ মোঃ শামসুল ওয়াদুদ। এ সময় কৃষি সম্প্রসারন নওগাঁ’র বিভিন্ন পর্যায়ের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নওগাঁ সদর উপজেলার সাইত্রিশ জন কৃষকের মধ্যে প্রত্যেককে বসতবাড়ি সংলগ্ন এক দশমিক পাঁচ শতক জমির বিপরীতে এসব উপকরণ বিতরণ করা হয়।প্রত্যেক কৃষককে ঢেড়স,লালশাক,করলা,মিষ্টি রাউ,ধনিয়া,মূলা,ডাটা,পেঁপে,পালংশাক, গিমা কলমী,বেগুন,বারোমাসী ডাটা,হাইব্রীড মরিচ,দেশি লাউ,চাল কুমড়া এবং পুঁইশাক-এর বীজ বিতরণ করা হয়েছে।এ ছাড়াও প্রত্যেক কৃষককে ভার্মি কম্পোষ্টসার,ইউরিয়া,ডিএপি,এমওপি সার,পানি সেচ দেওয়ার ঝাকনি এবং বেড়া দেওয়ার জন্য নেট বিনামূল্যে বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক কৃষিবিদ মোঃ শামসুল ওয়াদুদ বলেছেন বর্তমান সরকার কৃষিতে সকল মানুষকে স্বয়ংসম্পূণ করতে কৃষি এবং কৃষকের উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহন করেছে।তারই ধারাবাহিকতায় বাড়ির আঙ্গিনায় সবজি বাগান সৃজনের মাধ্যমে পুষ্টি নিশ্চিত করতে এই কর্মসূচি হাতে নেয়া হয়েছে।#
কামল উদ্দিন টগর
নওগাঁ জেলা প্রতিনিধি
মোবাঃ-01749567314

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
  • © All rights reserved © 2022 Channel21tv.Com
Design & Development By Hostitbd.Com