গত 10ই ডিসেম্বর 2018, হাওড়া পুরসভার মেয়াদ শেষ হয় ,তারপর তিন বছর কেটে গেলও হাওড়া পুরসভায় নির্বাচন করাতে পারল না শাসক দল, বালি পৌরসভাকে কেন আলাদা করা হল ,তারও কোনো জবাব নেই শাসকদলের কাছে,
এমনি অভিযোগ তুললেন বামফ্রন্টের প্রাক্তন বিধায়ক জগন্নাথ ভট্টাচার্য মহাশয়, তিনি আরো জানান জলাশয় ভরিয়ে পার্ক হচ্ছে ,বিল্ডিং হচ্ছে ,অথচ সাধারণ মানুষেরা কোন পরিষেবা পাচ্ছে না ,তাই অবিলম্বে হাওড়া কর্পোরেশনের ভোট করার দাবিতে আমাদের এই বিক্ষোভ সমাবেশ, কেন ভোট করা নিয়ে এত বিলম্ব ,অন্যান্য পৌরসভা ভোট হয়ে গেল, কেন হাওড়া পৌরসভায় ভোট করানো হচ্ছে না, সাধারণ মানুষকে কেন ঠিকমতো পরিষেবা দেওয়া হচ্ছে না ,
তাই সাধারণ মানুষ যাতে পরিষেবা পায় , ভোট যাতে নির্দিষ্ট সময়ে হয় ,তার জন্যই আজ এই আন্দোলনের ডাক, দিয়েছি এবং আন্দোলন করছি । রিপোর্টার সমরেশ রায় ও শম্পা দাস
Leave a Reply