দাস নগর এলাকায়…… ইভটিজিংয়ের প্রতিবাদ করায়, এক মহিলা ও তার দুই কিশোরী মেয়েকে শ্রীলতাহানি করে মারধরের অভিযোগ উঠেছে হাওড়া দাসনগর এলাকায়, এলাকার বাসিন্দারা এর প্রতিবাদ করতে বেরোলে দুষ্কৃতীরা তাদেরকেও মারধর করে, দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় রাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাওড়া দাসনগর থানার এলাকার নিউ মোল্লাপাড়ায়, ঘটনার সূত্রপাত ভর সন্ধ্যায়, মহিলা একাই স্কুটি নিয়ে বাড়ি ফিরছিলেন ,একা পেয়ে তাকে কটূক্তি ও ইভটিজিং করে কিছু যুবক, খবর পেয়ে ওই মহিলার দুই কিশোরী মেয়ে সেখানে ছুটে এসে এর প্রতিবাদ করায় তাদের মারধর ও শ্লীলতাহানি করার অভিযোগ উঠে,
এই দেখে মহিলা পুনরায় প্রতিবাদ করতে গেলে তাকে আরো মারধর করা হয়, কোন রকমে সামনে একটি অফিসে ঢুকে নিজের আত্মরক্ষা করেন ও প্রাণ বাঁচান গুরুতর আহত অবস্থায় ,অফিসের কর্মীরা বেরিয়ে প্রতিবাদ জানালে তাদের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা, থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে ,দুষ্কৃতীরা পালিয়ে যায়, ঘটনাটি ঘটে দাস নগর থানা এলাকার বালটিকুরি নিউ মোল্লাপাড়ায়, দুষ্কৃতীদের সংখ্যা প্রায় 25 জনের মত ছিল বলে জানা যায়,
অস্ত্রের কোপে গুরুতর অবস্থায় তিনজনকে এস এস কে এম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান, সেখানে মহিলাকে ভর্তি করলেও, তার দুই মেয়েকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়, এলাকায় উত্তেজনা রয়েছে, রিপোর্টার কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়
Leave a Reply