নওগাঁয় বিএনপি ও যুবলীগের সমাবেশ ঘিরে 144 ধারা জারি করেছে প্রশাসন। সোমবার(27 ডিসেম্বর) প্রশাসনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করা হয়। 144 ধারা সফল করতে পুলিশ তৎপর।
মঙ্গলবার(28 ডিসেম্বর) সকাল থেকে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের উপস্থিতি দেখা গেছে।নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে পুরো শহর।জানা গেছে,দেশ ব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী 28 ডিসেম্বর স্থানীয় নওযোয়ান মাঠে সমাবেশ আহ্বান করে নওগাঁ জেলা বিএনপি। প্রশাসনের কাছে যা লিখিত ভাবে জানানো হয়। কিন্তু ইতোমধ্যে একই মাঠে জেলা যুবলীগ ও এটি কর্মসূচি ঘোষনা করে। এরই পরিপ্রেক্ষিতে গত সোমবার(27 ডিসেম্বর) বিকাল তিনটা থেকে 29 ডিসেম্বর বিকাল তিন টা পর্যন্ত নওগাঁ পৌর এলাকায় 144 ধারা জারি করে প্রশাসন।জেলা অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, নওগাঁ পৌরসভা এলাকার পরিবেশ স্বাভাবিক আছে। তারপরও শহরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করতে বাড়তি পুলিশ মোতায়েন করা আছে। কোনো বড় ধরনের আশঙ্কা নেই।#
নওগাঁর পত্নীতলায় হোটেল থেকে দুই ভূয়া ডিজিএফআই গ্রেফতার
নওগাঁ জেলা প্রতিনিধিঃ-নওগাঁর পত্নীতলার নজিপুর বাজারের আল মদিনা আবাসিক হোটেলের নয় নম্বর রুম থেকে সোমবার দিবাগত রাত আট টার দিকে দুইজন ভূয়া ডিজিএফআইকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো, জেলার বদলগাছী উপজেলার চাকলা গ্রামের মোজাম্মেল হোসেন এর ছেলে মোঃ নাসির উদ্দিন(24) ওতার সহযোগী একই উপজেলার রসুলপুর গ্রামের শামসুল ইসলামের ছেলে মোঃ শাফিউল ইসলাম(24)। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, তারা হোটেলে রাত্রি যাপন করার জন্য হোটেলের নয় নাম্বার রুমে উঠে। সেখানে রুম ভাড়া কম নেওয়ার জন্য জোর করে হোটেল কর্তৃপক্ষকে এতে তারা রাজি না হলে তাদের ডিজিএফআই পরিচয় দিয়ে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখায়। তাদের এমন ব্যবহারে সন্দেহ হলে তাৎক্ষণিক ভাবে হোটেলের ম্যানেজার পত্নীতলা ডিজিএফআইকে বিষয় টি অবগত করলে ঘটনারস্থলে ডিজিএফআই’র মাঠকমী ঘটনা সত্যতা যাচাই করলে ভূয়া ডিজিএফআই শনাক্ত হয়।তারপর যথাযথ কর্তৃপক্ষকে অবগত করানো হলে পত্নীতলা থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারের পর থানায় নেওয়া হলে গ্রেফতারকৃত নাসির উদ্দিন পুলিশকে জানান তিনি 2017 সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন।সেখানে চাকরি ভালো না লাগায় 2019 সালে চাকরি থেকে সেচ্ছায় অবসর নেন। এ ব্যপারে পত্নীতলা থানার অফিসার ইনর্চাজ শামসুল আলম শাহ বলেন,তথ্য ভিত্তিতে আমরা আল মদিনা হোটেলে গিয়ে তাদের ভূয়া ডিজিএফআই হিসেবে শনাক্ত করে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়েরের পর আজ (28 ডিসেম্বর) মঙ্গলবার গ্রেফতারকৃত আসামীদের আদলতে পাঠানো হয়েছে।#
একেএম কামাল উদ্দিন টগর
নওগাঁ জেলা প্রতিনিধি
মোবাঃ-01749567314
Leave a Reply