মঙ্গলবার (২৮ ডিসেম্বর) নেত্রকোণা পৌরসভার রাজুর বাজার রেল গেইট এলাকায় বিকেলে আগুন লেগে অন্তত পাঁচটি দোকান মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
বিকাল (৪:০০) চারটার দিকে হঠাৎ করেই একটি দোকানে আগুনের সূত্রপাত ঘটে। এতে আগুনে মা স্টোর, মনির স্টোর, শরিফ স্টোর, তুলি-তোষার বেডিং ও আবদুল হাইয়ের মনোহারি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নেভায়।
নেত্রকোনা দমকল বাহিনীর ইনসপেক্টর আতাউর রহমান জানান, আগুনে কয়েকটি দোকান পুড়ে গেছে। কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তার তদন্ত চলছে। তদন্তের পর ক্ষয়ক্ষতি সম্পর্কে বলা যাবে।
Leave a Reply