নেত্রকোণা জেলার মোহনগঞ্জে আগামী রবিবার
(২৬ ডিসেম্বর) ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের দিন পরিস্থিতির অবনতি হলে প্রয়োজনে গুলি চলবে বলে জানিয়েছেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ জহিরুল হক।
মোহনগঞ্জের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আলাপকালে ওই নির্বাচন কর্মকর্তা এ কথা বলেন। তিনি জানান, নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণরূপে সম্পন্ন হয়েছে।
ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা রাশেদুল হাসান জানান, মোহনগঞ্জ ৭টি ইউনিয়নে ৬৮টি ভোট কেন্দ্র রয়েছে, কেন্দ্রগুলোর মধ্যে ৬৬টি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ।
তিনি আরও জানান, শান্তিপূর্ণ ভোটের জন্য আইন শৃঙ্খলা বাহিনী সবরকম চেষ্টা চালাবে।
উল্লেখ্য, চতুর্থ ধাপের নির্বাচনে মোহনগঞ্জ উপজেলায় ৭ ইউনিয়নে ২৯ জন চেয়ারম্যান প্রার্থীসহ সংরক্ষিত নারী ও ইউপি সদস্য পদে ৩শ ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শুক্রবার সন্ধ্যায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জহিরুল হক বলেন, নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী নির্বাচনের দিন সহিংসতার ঘটনা ঘটলে তা প্রতিরোধ করতে প্রয়োজনে গুলির অর্ডার দেওয়া হবে ।
Leave a Reply