গত বৃহস্পতিবার (২৩ডিসেম্বর) নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার ৭ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ৮৪জন সদস্য (সংরক্ষিত আসনেরসহ) শপথ গ্রহণ করেছেন।
জেলা পরিষদের বারহাট্টা অডিটরিয়াম কাম মাল্টিপাপাজ হলে উপজেলা নির্বাহী অফিসার জনাব, এস. এম. মাজহারুল ইসলাম তাদের শপথ করান।
শপথ শেষে সকল সদস্যকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয় এবং দেশ ও মানুষের সেবায় যেন তারা কাজ করবেন এ বিষয়ে আহ্বান জানানো হয়। পরে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ ও শাহিনুর আক্তার শায়লা, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা চৌধুরী, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ৩নং বারহাট্টা সদর সদর ইউনিয়নের চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন, ১নং বাউসী ইউনিয়নের চেয়ারম্যান মো. শামছুল হক, ২নং সাহতা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান চঞ্চল, ৪নংআসমা ইউনিয়নের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, ৫নং চিরাম ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী, ৬নং সিংধা ইউনিয়নের চেয়ারম্যান নাছিম উদ্দিন তালুকাদার, ৭নং রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান রাজু এবং বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল প্রমুখ।
বক্তাগণ শপথের মর্যাদা রক্ষা ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য নির্বাচীত সকল জনপ্রতিনিধির প্রতি আহবান জানান।
Leave a Reply