যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের ওপর বালু সর্বরাহ পাইপ পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মটরসাইকেল চালক নিহত ও দুই মোটরসাইকেলে তিন আরোহী (যুবক) মারাত্মক আহত হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে এ দুর্ঘটনা ঘটে। বুধবার (২২ ডিসেম্বর)সকালে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল চালক নিউটন মল্লিক(২৫)তিনি মারা যান। তিনি যশোরের মনিরামপুর উপজেলার পোড়াডাঙ্গা গ্রামের শংকর মল্লিকের ছেলে। আহতরা হলেন, মনিরামপুর উপজেলার পোড়াডাঙ্গা গ্রামের দীপ মল্লিক(২০) ও গৌরব মন্ডল(১৯) এবং অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা শোভন শাহরিয়ার হান্নান(৩৩)। নিহতের মামা সুমন্ত হালদার জানান, মঙ্গলবার রাতে নিউটন মল্লিক, দীপ মল্লিক ও গৌরব মল্লিক মোটরসাইকেলে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক দিয়ে নওয়াপাড়া থেকে মনিরামপুর উপজেলার পোড়াডাঙ্গা গ্রামে তার নিজ বাড়িতে ফিরছিলেন।
মোটরসাইকেলটি ওয়াপদার মোড় এলাকায় পৌঁছালে অপরদিক থেকে শোভন শাহরিয়ার হান্নান স্বাস্থ্য কমপ্লেক্স কাজে যোগদানের উপজেলার বাঘুটিয়া গ্রামের বাড়ি থেকে আসছিলেন। সড়কের উপরে অন্ধকারে অবৈধ পাইপের উঁচু অংশ পার হতে গিয়ে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা চারজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ডা:স্বাগত দাস খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে নিউটন মল্লিক ও দীপ মল্লিক খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ বুধবার সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নিউটন মল্লিক মারা যান। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এ কে এম শামীম হাসান বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।
Leave a Reply