সিরাজগঞ্জ চৌহালী উপজেলার খামার গ্রাম যুবকের উদ্যােগে নৌকা প্রতিক বিজয় নিশ্চিত করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ই ডিসেম্বর সোমবার সন্ধায় শ্রী-কালী মন্দির চত্বরে ওয়ার্ড আ.লীগ আশরাফ আলীর সভাপতিত্বে ও শ্রী বিমল কুমার দাশের সঞ্চালনায়।নৌকা প্রতিক বিজয় নিশ্চিত করতে আলোচনা সভা অনুষ্ঠি হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আ.লীগের (সাবেক সভাপতি ও মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী জননেতা আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন আ.লীগের মনোনীত চেয়ারম্যান পদ-প্রার্থী জাহাঙ্গীর আলম জাহিদ। তিনি বলেন আপনার যদি ২৬ তারিখে আমায় নৌকা মার্কায় ভোট দিয়ে যদি জয়যুক্ত করেন তাহলে আমি এই সদিয়া ইউনিয়ন কে একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।
আরও বক্তব্য রাখেন থানা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন,মফিজুর রহমান ইউনিয়ন আ.লীগের সভাপতি শাহাদাৎ হোসেন,সাধারণ সম্পাদক আনসার আলী বুদ্দু, সাবেক সভাপতি সিরাজুল আলম মাষ্টার,মান্নান মোল্লা, থানা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ হাফিজ, ওয়ার্ড আওয়ামী সাধারণ সম্পাদক সোহেল মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে চৌহালী উপজেলাধীন সদিয়া চাঁদপুর ইউনিয়ন আ.লীগের মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এবং শেখ হাসিনার নৌকা বিজয়ের দলের মধ্যে কোন ভেদাভেদ ও দ্বন্দ্ব থাকলে চলবে না।
দলের নির্দেশনার বাহিরে কেউ গেলে তার জন্য সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ সোহেল রানা
চৌহালী প্রতিনিধি
Leave a Reply