গত প্রায় দু’বছর করোনা আর লকডাউনে দেশের সকল পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ছিল। বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি ভাল থাকা ভ্রমণ পর্যটকদের আকৃষ্ট করতে নতুন উদ্দ্যোমে শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের গজনী অবকাশে ১৮ডিসেম্বর শনিবার দুপুরে তিনটি স্থাপনার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। স্থাপনাগুলো হচ্ছে জিপ লাইনিং, জুলন্ত ব্রীজ ও ক্যাবলকার। উদ্বোধনীর পর সর্ব সাধারণের জন্য এসব উন্মুক্ত করে দেয়া হয়।
জানা গেছে এই স্থাপনা তিনটি নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় ৩৬লক্ষ টাকা।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোমিনুর রশীদ এর সহধমর্নিী ফেরদৌস জান্নাত প্রিয়া,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব্য) ফরিদা ইয়াসমিন, উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএমএ ওয়ারেজ নাইম,ইউএনও ফারুক আল মাসুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট তোফায়েল আহম্মেদ, সহকারী কমিশনার জয়নাল আবেদীন সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিক।
Leave a Reply