1. admin@channel21tv.com : channel21tv.com :
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৯:৩০ অপরাহ্ন

বাড়ছে গরু চুরি ঘটনা -আতঙ্কে বারহাট্টার কৃষকরা:

রিপন কান্তি গুণ, বারহাট্টা উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৮৪ বার পঠিত

নেত্রকোনার বারহাট্টা উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত বাড়ছে গরু চুরি। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন বারহাট্টার কৃষকরা । অনেকে রাতে গোয়ালঘর পাহারাসহ চোরদের ভয়ে গরুকে তালা দিয়ে আটকে রাখছেন।

 

এ অবস্থায় গরু চোরদের ধরতে পুলিশি তৎপরতার পাশাপাশি গ্রাম পুলিশদেরও নিজ নিজ এলাকায় পাহারা দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তবে পুলিশ প্রশাসন বলছে, বিষয়টি আমরা দেখছি।

 

জানা যায়, বোরো মৌসুমের শুরুতে উপজেলার বিভিন্ন এলাকায় গরু চোরদের উপদ্রব বেড়ে যায় । কয়েক দিনে উপজেলার বারহাট্টা সদর ইউনিয়ন থেকেই অন্তত পাঁচটি গরু চুরি হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার রাতে যশমাধব গ্রামের কৃষক মোতাহার মিয়ার একটি ষাঁড় ও ইয়াকুব মিয়ার একটি গাভী চুরি যায়। এ অবস্থায় এলাকার কৃষকদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। ফলে অনেকে গোয়ালঘর পাহারা দেওয়াসহ গরুকে তালা দিয়ে আটকেও নির্ঘুম রাত কাটাচ্ছেন কৃষকরা ।

যশমাধব গ্রামের কৃষক ইয়াকুব মিয়া জানান, গত বৃহস্পতিবার রাতে আমার গাভিটি চুরি হয়ে গেছে। এটি মাত্র এক সপ্তাহ আগে একটি বাচ্চা দিয়েছে। চোরেরা বাছুরটি না নিয়ে শুধু গাভিটি নিয়ে গেছে। এতে আমার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। তিনি এলাকা পুলিশি পাহারা জোরদারের দাবি জানান।

এ ব্যাপারে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান- এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গরুর মালিকদের থানায় অভিযোগ করতে পরামর্শ দেন । অভিযোগের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
  • © All rights reserved © 2022 Channel21tv.Com
Design & Development By Hostitbd.Com